আগুন নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র: চীন

337

আর্ন্তজাতিক ডেস্ক: তাইওয়ানকে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কি আন। তিনি বলেন, ওয়াশিংটন তাইওয়ান প্রণালীতে বেশ কিছু পদক্ষেপ নিয়ে তাইওয়ান কার্ড খেলার মাধ্যমে চীনকে নিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা চালাচ্ছে।

মার্কিন সরকারের ওইসব ধারাবাহিক পদক্ষেপের ফলে চীন-মার্কিন সামরিক সম্পর্ক এবং তাইওয়ান প্রণালী অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। কি আন বলেন, এসব পদক্ষেপ হচ্ছে আগুন নিয়ে খেলা ও বিভ্রান্তিকর।তাইওয়ানের সঙ্গে মার্কিন সরকারের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ওয়াশিংটন তাইপের কাছে প্রায়ই বিপুল সমরাস্ত্র বিক্রি করে থাকে। প্রেসিডেন্ট ট্রাম্পের সরকার তাইওয়ানের সঙ্গে সরাসরি সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারে বলে উল্লেখ করছে। এ বিষয়টিকে চীনের সঙ্গে বাণিজ্য-বিরোধসহ নানা বিষয়ে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় বলে মনে করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.