একই বিমানের পাইলট মা-মেয়ে, ছবি ভাইরাল

303

আর্ন্তজাতিক ডেস্ক: একই বিমানের পাইলট মা ও মেয়ে। যুক্তরাষ্ট্রের ‘ডেলটা এয়ারলাইনস’-এর একটি বিমানের পাইলট তারা। পাইলট মা-মেয়ে জুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রীতিমতো ভাইরাল। তাদের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

বিমানের চালকের কেবিনে মা ও মেয়ের ছবি সবারই মন জয় করেছে। এই দুই অ্যাসিস্ট্যান্ট পাইলটের অনুপ্রেরণামূলক গল্পটি টুইটারে শেয়ার করেছিলেন পাইলট এবং এম্ব্রি রিডল অ্যারোনটিকাল ইউনিভার্সিটির চ্যান্সেলর জন আর ওয়াট্রেট।
 
পোস্টের ক্যাপশনে তিনি লিখেছিলেন, অসাধারণ এক অভিজ্ঞতা। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে জর্জিয়ার আটলান্টা পর্যন্ত এই বিমানটি চালিয়েছেন এই মা-মেয়ে জুটি। ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষ টুইট করেছেন, ‘ফ্যামিলি ফ্লাইট ক্রু গোলস’। স্বাভাবিকভাবেই এই টুইটটি পছন্দ করেছেন ৪১ হাজারেরও বেশি মানুষ এবং ১৬ হাজারেরও বেশিবার রিটুইট হয়েছে।সূত্র: কানসাস

Leave A Reply

Your email address will not be published.