অনেক দিন পর জনসমক্ষে এরশাদ, হুইলচেয়ার এখন তাঁর নিত্যসঙ্গী

339

ঢাকা: কূটনীতিকদের সম্মানে গতকাল বৃহস্পতিবার গুলশানের ওয়েস্টিন হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

ইফতারের কয়েক মিনিট আগে এরশাদ একটি হুইলচেয়ারে করে অনুষ্ঠানে আসেন। হুইলচেয়ারে বসেই তিনি অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। শারীরিক অসুস্থতার কারণে অনেকদিন তিনি জনসমক্ষে আসেননি।

অনুষ্ঠানে কূটনীতিকসহ আগত অতিথিদের স্বাগত জানান পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। পরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে জাপার জ্যেষ্ঠ কো–চেয়ারম্যান রওশন এরশাদ ছিলেন না।ইফতারে জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারহেন হোল্ড, ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি এনিক বুরদিন, ভুটানের রাষ্ট্রদূত সোনাম তবদেন রাগবি, ওমানের চার্জ দ্য অ্যাফেয়ার্স তাবিদ সেলিম আবদুল্লাহ আল আলাই, ভারতের ডেপুটি হাইকমিশনার বিশ্বজিৎ​ দে ছাড়াও যুক্তরাজ্য, চীন, কাতার, আফগানিস্তান, জাপান, ইন্দোনেশিয়া, ডেনমার্ক, নেপাল, ভিয়েতনাম ও লিবিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগের সাংসদ আকবর হোসেন খান এবং সাংবাদিকদের মধ্যে মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামসহ অনেকে উপস্থিত ছিলেন।জাতীয় পার্টির একাধিক সূত্র জানিয়েছে, সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরার পর এরশাদের নিত্যসঙ্গী এখন হুইলচেয়ার। হুইলচেয়ার ছাড়া কিছুতেই তিনি চলাফেরা করতে পারছেন না। জাতীয় সংসদে সংসদ সদস্য হিসাবে শপথ নিতেও গিয়েছিলেন হুইলচয়ারে করে।একাদশ জাতীয় সংসদে প্রথম বিরোধী দলের আসনে বসতে গত ১১ ফ্রেব্রুয়ারি হুইলচেয়ারে করে সংসদে গিয়েছিলেন এরশাদ।  সেদিন বিরোধীদলীয় নেতার আসনে ১৫ মিনিট অবস্থান শেষে চলে গিয়েছিলেন।এর আগে ওইদিন সাবেক এই প্রেসিডেন্ট হুইলচেয়ারে করে সংসদে বিরোধীদলীয় নেতার অফিসে যান। পরে সেখান থেকে হুইলচেয়ারে বসেই সংসদ লবিতে যান। সেখান থেকে বিরোধীদলীয় উপনেতা ও তার ছোট ভাই জিএম কাদের এবং জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা তাকে অধিবেশন কক্ষে নিয়ে বিরোধী দলের নেতার আসনে বসান।

Leave A Reply

Your email address will not be published.