জোট সরকার গঠনে ব্যর্থ নেতানিয়াহু, ইসরায়েলে ভোট ১৭ সেপ্টেম্বর
আর্ন্তজাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোট সরকার গঠন করতে ব্যর্থ হয়েছেন। ফলে ইসরায়েলের আইনপ্রণেতারা পার্লামেন্ট ভেঙে দেওয়ার পক্ষে সম্মতি দিয়েছেন।
ফলে আগামী ১৭ সেপ্টেম্বর দেশটিতে নতুন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর বিবিসির।খবরে বলা হয়েছে, গত মাসে নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও বুধবার মধ্যরাত পর্যন্ত জোট সরকার গঠন করতে পারেননি। ইসরায়েলের ইতিহাসে এই প্রথমবার কোনও প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু সরকার গঠনে ব্যর্থ হলেন।