রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কে কোথায় ঈদ পালন করবেন

326

নিউজ ডেস্ক: মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। দেশের নানা শ্রেণি-পেশার ব্যস্ত নাগরিকরা ঈদ উদযাপন করতে ছুটে যাবেন পরিবারের কাছে। প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করবেন ঈদের আনন্দ।

দেশের প্রধান ব্যক্তিকরাও এর বাহিরে নন। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রী ইতোমধ্যে নিজেদের ঈদের খসড়া শিডিউল চূড়ান্ত করেছেন। তাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিনল্যান্ডে ঈদ করবেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পরিবার নিয়ে ঢাকার বঙ্গভবনে ঈদ করবেন। অপরদিকে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঈদ করতে পারেন বলে জানা গেছে।

অনেক বছর পর প্রধানমন্ত্রী দেশের বাহিরে ঈদ করছেন। তিনি বর্তমানে জাপান অবস্থান করছেন। ৩১ মে সকালে জাপান থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় বিকাল সাড়ে ৫ টার সময় জেদ্দা পৌঁছাবেন বাংলাদেশ সরকার প্রধান।

এদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) ‘মক্কা সামিট : টুগেদার ফর দি ফিউচার’ শীর্ষক ইসলামী শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এরপর ১ ও ২ জুন সৌদি আরব অবস্থান করে পবিত্র উমরা পালন ও মহানবী (সা.) এর পবিত্র রওজা শরিফ জিয়ারত করবেন।

৩ জুন দিনগত রাত ১টার দিকে সৌদি থেকে ফিনল্যান্ডের হেলসিংকির উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় দুপুর একটার দিকে হেলসিংকিতে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর। ৪ জুন তিনি ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর সেখানে ঈদ পালন করে ৮ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.