পাকিস্তান স্টক এক্সচেঞ্জের সিইও’র পদত্যাগ

263

আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তান স্টক এক্সচেঞ্জের (পিএসএক্স) প্রধান নির্বাহী অফিসার (সিইও) রিচার্ড মরিন পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৮মে) মরিন পদত্যাগের ঘোষণা দেন। খবর ডন’র।

খবরে বলা হয়, গত ০৯ মে পাকিস্তান বোর্ডের বোর্স কমিটি রিচার্ড মরিন কানাডিয়ান ওয়েল্থ ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে কাজ করছে কিনা জানতে চেয়ে নোটিশ জারি করেছিল। তার প্রেক্ষিতে তিনি পদত্যাগ করেন।তার পদত্যাগ পত্র গ্রহণ করেছেন পিএসএক্সের পরিচালনা পরিষদ। তার পদত্যাগের বিষয়টি পাকিস্তানের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে জানিয়েছে পিএসএক্স। কর্তৃপক্ষ নতুন করে সিইও নিয়োগের বিষয়টি অনুমোদনের জন্য কাজ করছে।

Leave A Reply

Your email address will not be published.