জাপান ছাড়লেন ট্রাম্প

276

আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জাপান সফর শেষে ওয়াশিংটনের উদ্দেশ্যে যাত্রা করেছেন। জাপান সফরকালে ট্রাম্প দেশটির নতুন সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাত করেন। নতুন সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করা তিনিই প্রথম বিদেশী নেতা। 

টোকিও’র হানেদা বিমানবন্দরে ট্রাম্প ও তার স্ত্রী এয়ারফোর্স ওয়ানে করে ওয়াশিংটনের উদ্দেশ্যে যাত্রা করেন। ট্রাম্প দম্পতি শনিবার জাপান সফরে আসেন। এ সফরে এসে ট্রাম্পকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে গলফ খেলতে দেখা যায়। তিনি সুমো রেসলিং প্রতিযোগিতা দেখেন।

ট্রাম্প নারুহিতোর সঙ্গে রাষ্ট্রীয় এক ভোজসভায় অংশ নেন। ট্রাম্পের সম্মানেই এ ভোজসভার আয়োজন করা হয়। জাপানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি নৌ ঘাঁটি সফরের মধ্যদিয়ে ট্রাম্প জাপানে তার চারদিনের সফর শেষ করেন।

Leave A Reply

Your email address will not be published.