বেতন-বোনাস ২৫ রমজানের আগেই পরিশোধ করুন : জি এম কাদের

313

ঢাকা: ২৫ রমজানের আগেই তৈরি পোশাক শ্রমিক এবং গণমাধ্যম কর্মীদের বেতন ও বোনাস পরিশোধ করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

আজ বুধবার এক বিবৃতিতে এ দাবি জানিয়ে তিনি বলেন, তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের শ্রম ও ঘামে দেশের অর্থনীতির ভীত শক্তিশালী হয়। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, তারাই সব চেয়ে অবহেলিত জীবন যাপন করছেন।

ভারপ্রাপ্ত জাপা চেয়ারম্যান আরো বলেন, গণমাধ্যম কর্মীরাও নিজেদের অধিকার নিয়ে কথা বলতে পারেন না। অনেকগুলো গণমাধ্যমে কর্মরতদের বেতন কয়েক মাস পর্যন্ত বকেয়া হয়ে আছে। কষ্ট আছে বোনাস পাওয়ার প্রশ্নেও।

জি এম কাদের বলেন, আমরা আশা করছি, তৈরি পোশাক শিল্প ও বেসরকারী গণমাধ্যমের মালিকরা ২৫ রমজানের আগেই তাদের কর্মীদের সমুদয় বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করবেন। যাতে সবাই একসঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।

Leave A Reply

Your email address will not be published.