রদবদল মন্ত্রিসভায়, ডা. মুরাদ স্বাস্থ্য থেকে তথ্য মন্ত্রণালয়ে

387

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পর পাঁচ মাসের মধ্যে মন্ত্রিসভায় রদবদল আনা হয়েছে।

রবিবার (১৯ মে) মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বিন্যাস করে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

ছবি : সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বারকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী করা হয়েছে।

একই সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের মন্ত্রীর দায়িত্ব।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে করা হয়েছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী।

Leave A Reply

Your email address will not be published.