যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা, বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম

326

আর্ন্তজাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে নতুন করে তেলের দাম বেড়েছে। শুক্রবার লন্ডনে প্রতি ব্যারেল তেল বিক্রি হয়েছে ৭৩ ডলারে। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়া এবং ইরান ও আমেরিকার মধ্যকার উত্তেজনার কারণে এই অবস্থা দেখা দিয়েছে।

ইরানের ওপর মার্কিন একতরফা অবৈধ নিষেধাজ্ঞার কারণে ওপেকের তেলের উৎপাদন কমে গেছে। এছাড়া, চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যের কিছু উত্তেজনাকর ঘটনা ঘটেছে। এর মধ্যে ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক আগ্রাসনের হুমকি যেমন রয়েছে তেমনি ছিল সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দরে চারটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ। এসব ঘটনায় অপরিশোধিত তেলের দাম বেড়েছে।পাশাপাশি ইরাকে মার্কিন দূতাবাস থেকে আমেরিকার অগুরুত্বপূর্ণ লোকজন সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ ঘটনাকে অনেকে যুদ্ধের প্রাথমিক ইঙ্গিত হিসেবে বিবেচনা করছেন। এছাড়া, পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ও বি-৫২ বোমারু বিমান পাঠানোর ঘটনায় আন্তর্জাতিক তেলের বাজারেও এর প্রভাব পড়েছে। বাজার বিশ্লেষকরা তেলের সরবরাহের ক্ষেত্রে এসব ঘটনাকে মারাত্মক ঝুঁকি হিসেবে দেখছেন। সূত্র: পার্সটুডে

Leave A Reply

Your email address will not be published.