দেশে মানসম্পন্ন ডাক্তার ও নার্সের অভাব : পররাষ্ট্রমন্ত্রী

347

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন শনিবার বলেছেন, দেশে মানসম্পন্ন ডাক্তার ও নার্সের অভাব রয়েছে। খবর ইউএনবি’র।

তিনি বলেন, ‘দক্ষ মেডিকেল টেকনোলজিস্টেরও অভাব রয়েছে। এদেশে টেকনিক্যাল কাজের জন্য লোক পাওয়া যায় না।’

দুপুর ১২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনসার ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিলেটের স্বাস্থ্যসেবার সমস্যা দীর্ঘ দিনের। মন্ত্রী হওয়ার আগে থেকেই এ নিয়ে কাজ করেছি। এ জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এতো কাজ হচ্ছে। এ হাসপাতাল ৫০০ বেড থেকে ৯০০ বেডে উন্নীত করা হয়েছে।’

‘ওসমানী হাসপাতালে ২ হাজার ৪০০ রোগী সেবা নেন। পাশাপাশি আউটডোরেও প্রতিদিন ৪ হাজারের মতো রোগী সেবা নিচ্ছেন। এই সেবা চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত ডাক্তার যেমন নেই, তেমনি নেই যন্ত্রপাতিও,’ যোগ করে তিনি।

মোমেন বলেন, ‘শুধু ওসমানী হাসপাতালের ওপর জোর দিলে নানা সমস্যা হয়। এ জন্য সিলেটে ২৫০ শয্যার সদর হাসপাতালের কাজ চলছে। তবে একটি মহল এটা দীর্ঘায়িত করতে চাচ্ছে।’

এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন-হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমান।

Leave A Reply

Your email address will not be published.