গর্ভপাত বন্ধে আলাবামায় বিল পাস

305

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাবামায় গর্ভপাত বন্ধে বিল পাস করেছেন যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের আইনপ্রণেতারা। রাজ্যটির সিনেট এ আইন পাস করেছে। 

বিলটি এখন রিপাবলিকান গভর্নর কেই আইভির কাছে যাবে। তিনি এখনো বলেননি বিলের স্বাক্ষর করবেন কী না। তবে তিনিও গর্ভপাতের ঘোর বিরোধী।এ মাসের শুরুতে আলাবামায় প্রতিনিধি পরিষদে গর্ভপাতবিরোধী বিলটি পাশ হয় ৭৪-৩ ভোটে। তবে এ আইনটি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রুল বিরোধী। ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রে গর্ভপাতকে বৈধ ঘোষণা দেয় সুপ্রিম কোর্ট। 

সূত্র: বিবিসি

Leave A Reply

Your email address will not be published.