ওয়েলসের মহাসড়কে আছড়ে পড়ল বিমান
আর্ন্তজাতিক ডেস্ক: ওয়েলসের দক্ষিণাঞ্চলের মহাসড়কে আছড়ে পড়েছে বিমান। বিদ্যুতের তারে জড়িয়ে ব্যস্ত মহাসড়কে আছড়ে পড়ে ছোট বিমানটি। ভাগ্যক্রমে কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লাগেনি তাদের।
এসময় আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে গেছেন তিন আরোহী। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের আঘাত গুরুতর নয়।আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, রবিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ ওয়েলসের ওই মহাসড়কটির পাশেই একটি ব্যক্তিগত রানওয়ে রয়েছে। বিমানটি সেখান থেকেই ছেড়ে এসেছিল বলে ধারণা করা হচ্ছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর গাছের উপর দিয়ে কালো ধোঁয়া উড়ছে। সড়কে লাইন দিয়ে যানবাহন দাঁড়িয়ে রয়েছে।
পুলিশ জানায়, বিমান দুর্ঘটনার জায়গা ঘিরে রাখা হয়েছে। জরুরি সেবাসহ বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে পৌঁছেছেন। সড়ক বন্ধ থাকায় বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।