লাহোর আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ৪

303

আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানের লাহোর আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। লাহোরের গরহি শাহুতে বিশেষ অভিযান চালিয়ে ওই চার জনকে আটক করা হয়। 

সম্প্রতি লাহোরের দাতা দরবার দরগার সামনে পুলিশের গাড়িকে টার্গেট করে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। ঘটনায় নিহত হন ১২ জন, যার অর্ধেকই পুলিশ অফিসার। পুলিশ সূত্রে খবর, আটক চার জনের মধ্যে একজন রিকশাওয়ালা। সুইসাইড বোম্বারকে সেই দাতা দরবারের দরগায় পৌঁছে দিয়েছিল। 

Leave A Reply

Your email address will not be published.