যে মৃত্যুর দৃশ্য সিনেমাকেও হার মানায়, দেখুন ভিডিওতে!

286

আর্ন্তজাতিক ডেস্ক: মৃত্যু কখনো বলে আসে না। কে কিভাবে মারা যাবে তাও আদৌ কেউ জানে না। হলিউড সিনেমার দৃশ্যে সচরাচর যেভাবে মানুষের মৃত্যু দেখায়, ঠিক তেমনি ভাবে মরতে হলো চিনের এক ব্যক্তিকে। মৃত্যুর সেই দৃশ্য সিনেমাকেও হার মানায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, মহাসড়কে দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় একটি ছোট ধাতুর টুকরো উড়ে এসে তার গাড়ির সামনের কাচে এসে আঘাত করলো। আর এতেই মৃত্যু হয়েছে ঐ ব্যক্তির। পুরো ঘটনাটি ধরা পড়েছে একেবারে সিনেম্যাটিক ভাবে।সম্প্রতি চিনের উত্তর-পশ্চিমের শানসি প্রদেশে এ দুর্ঘটনাটি ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছে দেশটির এক্সপ্রেসওয়ে পুলিশ। যেটা সেখানের সি অ্যান্ড অ্যান রিং এক্সপ্রেসওয়ের ঘটনা। দুর্ঘটনা কবলিত গাড়িটি ও তার সামনের একটি গাড়িতে লাগানো ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা।

Leave A Reply

Your email address will not be published.