দেশে ফিরলেন ইয়াঙ্গুনে প্লেন দুর্ঘটনায় আহতরা

280

মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ উড়োজাহাজটির আহত পাইলট, কেবিন ক্রুসহ ১০ আরোহী দেশে ফিরেছেন।

শুক্রবার (১০ মে) রাত ১০টা ৩১ মিনিটে তাদের বহনকারী একটি বিশেষ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ড্যাশ ৮ কিউ ৪০০ মডেলের প্লেনের পাইলটকে সম্মিলিত সামরিক হাসপাতালে আর আহত অন্যদের রাজধানীর অ্যাপলো হাসপাতালে ভর্তি করা হবে।

বিমানের পক্ষ থেকে জানানো হয়, আহত ১২ জনের মধ্যে ৫ জনকে হুইল চেয়ার ও ৭ জনকে বিশেষ মেডিকেল সাপোর্টসহ স্ট্রেচারে করে দেশে আনা হয়।

এর আগে বুধবার সন্ধ্যায় মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে বৈরী আবহাওয়ার মধ্যে অবতরণ করতে গিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট রানওয়ে থেকে ছিটকে পড়ে। এ সময় বিমানে থাকা পাইলট কেবিন ক্রুসহ ৩৫ জন আহত হন।

দুর্ঘটনার বিষয়ে বিমানের পাইলট শামীম নজরুল জানান, ড্যাশ-৮ উড়োজাহাজটি নিরাপদেই অবতরণ করেছিল। তবে হঠাৎ ঝড়ের কবলে পড়ে বিমানটি রানওয়ে থেকে ছিটকে যায়। তাৎক্ষণিক ইঞ্জিন বন্ধ করে দেয়ায় বড় দুর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পান।

Leave A Reply

Your email address will not be published.