এবার নিজেকে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করলেন জো বাইডেন
আর্ন্তজাতিক ডেস্ক: সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ২০২০ সালে অনুষ্ঠিতব্য যুক্তরাস্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হয়ে লড়াই করবেন। তিনি ডেমোক্রেট প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে লড়বেন।
টুইটারে প্রকাশ হওয়া একটি ভিডিও বার্তায় নিজেকে প্রেসিন্টে প্রার্থী ঘোষণা করে তিনি বলেছেন, আমরা জাতির অস্থিত্বের সঙ্গে লড়াই করছি। যদি আমরা ডোনাল্ড ট্রাম্পকে আট বছরের জন্য হোয়াইট হাউজে থাকার সুযোগ করে দেই, তার চরিত্র আমাদের জাতির সঙ্গে চিরদিনের জন্য মিশে যাবে। এমনটা ঘটুক অনন্ত আমি এটা দেখতে চাই না।বিশ্বের গণতান্ত্রিক জাতি হিসেবে আমাদের অবস্থান খুব দৃঢ়। গণতন্ত্র বললেই আমেরিকা-আমেরিকা চলে আসে, এটাই আমাদের জাতির মূল চেতনা। অথচ এই চেতনাই এখন হুমকির মুখে। এসব বিবেচনা করেই আজ আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করছি।