রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

299

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস বুধবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। খবর ইউএনবি’র।

প্রধান তথ্য কর্মকর্তা জয়নাল আবেদীন সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের জনগণ ও সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

তিনি বলেন, ‘যেহেতু বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে তাই দুই দেশের মানুষের মাঝে সম্পর্কও দিন দিন বাড়ছে।’

বাংলাদেশকে বিপুল সম্ভাবনাময় দেশ হিসেবে আখ্যায়িত করে আবদুল হামিদ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

এ সময় ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস বলেন, দুদেশের মধ্যকার সম্পর্ক খুব চমৎকার, যার উপকার উভয় দেশের মানুষই ভোগ করছে।

রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.