সাধারণ বগিতে বসে ট্রেনে করে ময়মনসিংহ গেলেন মার্কিন রাষ্ট্রদূত

364

ঢাকা: ভিআইপি হয়ে নয় সাধামাটাভাবেই ট্রেনের সাধারণ বগিতে চেপে ভ্রমণ করলেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার।

হ্যাঁ, গতকাল মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূত মিলার ময়মনসিংহ সফর করেছেন। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়, অর্থনৈতিক সম্পৃক্ততা এবং আইন প্রয়োগ সংক্রান্ত সহযোগিতার বিষয় এগিয়ে নেয়া ছিল তার এ সফরের লক্ষ্য। ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী লাল-সবুজ আন্তঃনগর তিস্তা ট্রেনে চেপে বসেন তিনি। কোনো স্লিপার কোচ, স্যালুন কোচ, বিশেষ কোচ কিংবা কেবিন নয়; তার সিট চিল ট্রেনের ১৩১৫ নং বগির তথা কোচ নং ‘চ’ এ সাধারণ যাত্রীদের সঙ্গে।

যাত্রাপথে গফঁরগাও এবং ময়মনসিংহ স্টেশন পরিদর্শন করেন মিলার। এসময় তিনি প্লাটফর্মের অবস্থানরত সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং রেল ভ্রমণে সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। সাধারণ বগিতে চেপে ভ্রমণ করা মার্কিন রাষ্ট্রদূতের কিছু ছবি সোশ্যাল সাইটে গতকাল থেকেই ভাইরাল হয়ে গেছে। সোশ্যাল সাইট ইউজাররা বলছেন, আহা আমাদের দেশে যদি সবসময় এমন হতো, ভিআইপিরা নেমে আসতেন সাধারণের কাতারে।

Leave A Reply

Your email address will not be published.