ঢাকায় পৌঁছেছে শেখ সেলিমের নাতি জায়ানের মরদেহ

300

ঢাকা: শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপির নাতি জায়ান চৌধুরীর লাশ দেশে পৌঁছেছে। বুধবার(২৪ এপ্রিল) বেলা ১২টা ৪২ মিনিটের দিকে কলম্বো থেকে বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে জায়ানের মরদেহ।

বিমানবন্দর থেকে বনানীতে শেখ সেলিমের নিজ বাসভবনে নিয়ে যাওয়া হবে। বাদ আসর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে শিশু জায়ানের দাফন সম্পন্ন হবে।

এ দিকে বোমা হামলায় গুরুতর আহত শেখ ফজলুল করিম সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী কলম্বোর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন রয়েছেন। তার পায়ে ও পেটে অস্ত্রোপচার হয়েছে। তিনি এখন ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.