নিপুন রায়কে ভারতে যেতে বাধা, বিমানবন্দর থেকে ফেরত
ঢাকা: ভারতে যেতে অনুমতি পাননি বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। বৃহস্পতিবার(১৮ এপ্রিল) ভারতে যেতে চাইলে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয় ইমিগ্রেশন পুলিশ।
দুপুর ১টায় নভোএয়ারের একটি ফ্লাইটে করে স্বামী ও মেয়েকে নিয়ে ভারতে যাওয়ার কথা ছিল নিপুন রায়ের। পরে একাধিক মামলার আসামি হওয়ার কারণ দেখিয়ে তাকে ফিরিয়ে দেয় ইমিগ্রেশন পুলিশ।
এ বিষয়ে গণমাধ্যমকে নিপুণ রায় চৌধুরী জানান, ব্যক্তিগত কাজে সপরিবারে কলকাতা যেতে চেয়েছিলাম। ২৩ এপ্রিল কলকাতা থেকে ঢাকায় ফেরার রিটার্ন টিকিটও আমাদের ছিল। তারপরও মামলার অজুহাত দেখিয়ে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ যেতে দেয়নি আমাকে।
নিপুণ রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ। এর আগে গত ৯ মার্চ গয়েশ্বর চন্দ্র রায়কেও ভারতে যেতে বাধা দেয় ইমিগ্রেশন পুলিশ।