প্রধানমন্ত্রীর ব্রুনাই সফরে দুই দেশের মধ্যে ৭ সমঝোতা স্মারক
ঢাকা: প্রধানমন্ত্রীর ব্রুনাই সফরে দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২১ এপ্রিল প্রধানমন্ত্রী তিন দিনের সফরে ব্রুনাই যাচ্ছেন। দেশটির সুলতান হাসানাল বলখিয়ার আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন তিনি। সফরকালে দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম।