জেরুজালেমে আল-আকসা মসজিদে অগ্নিকাণ্ড

229

আর্ন্তজাতিক ডেস্ক: ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত প্রায় দেড় হাজার বছরের প্রাচীন আল-আকসা মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত সোমাবর সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি। সাড়ে আটশ বছরের প্রাচীন ফ্রান্সের প্যারিসের বিশ্ববিখ্যাত নোতর-দেম গির্জায় যে সময় আগুন লাগে প্রায় একই সময়ে আগুন লাগে এই মসজিদটিতেও।

আল-আকসা মসজিদের গার্ড আন্তার আল-হামাউরি জানিয়েছেন, গত সোমবার রাতে মারওয়ানি নামাজ কক্ষের বাইরে দারোয়ানদের কক্ষে এ আগুন লাগে। জায়গাটি সলোমন’স স্টেবলস নামেও পরিচিত। জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগের ফায়ার সার্ভিস বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। বর্তমানে ঘটনাস্থলটি পরীক্ষার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।এদিকে, আগুন লাগার কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। আগুন লাগার সময় ঘটনাস্থলের দায়িত্বতর এক দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করছে তারা। তবে জেরুজালেম ওয়াকফ এবং আল আকসা মসজিদ বিষয়ক বিভাগের মহাব্যবস্থাপক শেখ আজ্জাম আল খতিব বলেন, ‘ওই এলাকায় খেলতে থাকা শিশুদের মাধ্যমে এ আগুনের সূত্রপাত হতে পারে।’

উল্লেখ্য, প্রায় একই সময়ে ফ্রান্সের প্যারিসের বিখ্যাত নোতর দেম গির্জায় ভয়াবহ আগুনে গির্জার সুউচ্চ চূড়াসহ ছাদ ধসে পড়ে। দ্বাদশ শতাব্দীর অনন্য নির্মাণশৈলীর গির্জাটি দেখতে প্রতিবছর লাখো পর্যটক প্যারিসে ভিড় করেন। গত সোমবারের আগুনে পুড়ে মধ্যযুগের গির্জাটির মারাত্মক ক্ষতি হয়।

Leave A Reply

Your email address will not be published.