নুসরাত হত্যার অন্যতম আসামি পৌর কাউন্সিলরসহ গ্রেফতার ২
নিউজ ডেস্ক: ফেনীর সোনাগাজীতে মাদরাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অন্যতম আসামি সোনাগাজীর পৌর কাউন্সিলর মোকসুদ আলমসহ দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআইয়ের ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. মনিরুজ্জামান।
মনিরুজ্জামান বলেন, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মুকসুদুল আলম ও তার সহযোগী সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তারা দু’জনই নুসরাত হত্যা মামলার আসামি।
তিনি বলেন, কাউন্সিলর মুকসুদুল আলমকে ঢাকা থেকে এবং তার সহযোগীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়।
এর আগে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার মুক্তির দাবিতে সোনাগাজীতে মিছিল করেছিলেন কাউন্সিলর মুকসুদুল।
নুসরাত সোনাগাজী পৌরসভার উত্তর চরছান্দিয়া গ্রামের মাওলানা মুচা মিয়ার মেয়ে। সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাতকে যৌন হয়রানি করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিরাজ উদ দৌলা। ২৭ মার্চ নুসরাতকে যৌন হয়রানির অভিযোগে ওই মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আটক করে পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষের অনুসারীরা ৬ এপ্রিল আরবি প্রথমপত্র পরীক্ষা দেওয়ার সময় নুসরাতকে ডেকে ছাদে নিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেন। পরে চিকিৎধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান।