নুসরাতের খুনিদের বিচার দ্রুত বিচার আইনে হবে: আইনমন্ত্রী

199

ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নুসরাতকে পুড়িয়ে মারার ঘটনার মামলা বিষয়ে প্রসিকিউশনকে বলেছি যেন দ্রুত ও সর্বোচ্চভাবে তারা তাদের কাজটা করে। চার্জশিট হলে দ্রুত বিচার আইনে যাতে বিচার হয় সে ব্যবস্থাও নেবো। প্রসিকিউশন টিমকে এরই মধ্যে তা বলা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে আইনমন্ত্রী এসব কথা বলেন। সড়ক পরিবহন আইন নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সড়ক নিরাপত্তা আইনের বিধি প্রণয়নের কাজ চলছে। আইন কার্যকরে সবই করা হবে। কিছুদিনের মধ্যে সংশ্লিষ্টদের নিয়ে বসা হবে। বিধি হবার পর বাস্তবায়ন-প্রয়োগেই ভালো-মন্দ প্রতিফিলত হবে। 

Leave A Reply

Your email address will not be published.