নিউজিল্যান্ডে হামলা: যা বললেন মসজিদের ইমাম

240

আর্ন্তজাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনাকে দ্বিতীয় নাইন ইলেভেন বলে আখ্যায়িত করেছেন হামলার শিকার আল নূর মসজিদের ইমাম জামাল ফাউদা।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনাদোলুর সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।ইমাম জামাল ফাউদা বলেন, আমি ক্রাইস্টচার্চের হামলাকে দ্বিতীয় নাইন ইলেভেন বলি। এটি বিশ্বে পরিবর্তনের টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে।

ওই হামলার পর তুরস্কের রাষ্ট্রীয় সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, মুসলিম সম্প্রদায়ের প্রতি সহানুভূতি ও সান্ত্বনা জানাতে বিদেশ থেকে নিউজিল্যান্ডে প্রথমে আসা ব্যক্তি ছিলেন তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।
 
তিনি বলেন, পরের দিন আমি হোটেলে গিয়ে তাদের সঙ্গে দেখা করলাম। সেদিন সকালে তারা হতাহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনা দিলেন। তারা প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে কথা বললেন এবং প্রেসিডেন্ট এরদোগান ওই লোকদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দিলেন। লোকদের সেটাই প্রয়োজন ছিল।

ইমাম ফাউদা বলেন, শিশুরা এই বিয়োগান্তক ঘটনা সারাজীবন স্মরণ করবে।

তিনি আরও বলেন, এতে আমাদের হৃদয় ভেঙে গিয়েছিল। কিন্তু আমরা ভেঙে পড়িনি। আমরা দ্রুত আগের অবস্থায় ফিরে যাই। কেননা আমরা জানি নিউজিল্যান্ড এমনটি নয়।

উল্লেখ্য, গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের আল-নূর ও লিনউড মসজিদে সন্ত্রাসী হামলা চালায় অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেনটন ট্যারেন্ট। এতে ৫০ জন নিহত হন। আহত ৩৯ জন।

সূত্র: আনাদোলু

Leave A Reply

Your email address will not be published.