ট্রাম্পের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীর পদত্যাগ

288

আর্ন্তজাতিক ডেস্ক: পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিয়েশ্চেন নিয়েলসেন। মেক্সিকো সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা বৃদ্ধিকে কেন্দ্র করে রবিবার তিনি পদত্যাগ করেন। খবর বিবিসি ও রয়টার্সের।

হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের দায়িত্ব সামলানোকে ‘আজীবন সম্মানের’ বিষয় বলে অভিহিত করেছেন নিয়েলসেন।গত ১৬ মাস ধরে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। এ সময় তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু বিতর্কিত সীমান্ত নীতি বাস্তবায়নে কাজ করেছেন। 

সম্প্রতি মেক্সিকো সীমান্তের পরিস্থিতি নিয়ে ট্রাম্প টুইটারে বলেন, “হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিয়েশ্চেন নিয়েলসেন পদত্যাগ করবেন এবং আমি তাকে তার কাজের জন্য ধন্যবাদ জানাই।”

আরেকটি টুইটে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের কাস্টমস ও বর্ডার প্রটেকশন কমিশনার কেভিন ম্যাকলিনান ভারপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করবেন।

Leave A Reply

Your email address will not be published.