ফেনীর দগ্ধ মাদরাসাছাত্রী লাইফ সাপোর্টে

273
নিউজ ডেস্ক: ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রীর শারীরিক অবস্থা আরো অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এর আগে গত শনিবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার আগে দুর্বৃত্তরা নুসরাত জাহানের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করে।

সোমবার দুপুর ১২টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, সোমবার সকালের দিকে দগ্ধ ছাত্রীর শারীরিক অবস্থা খুবই খারাপ দিকে গেলে তাকে লাইফ সাপর্টে রাখা হয়।

গতকাল রোববার দুপুরে তাকে হাসপাতালের দ্বিতীয় তলায় বার্ন ইউনিটের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেয়া হয়।

ওই দিনই তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ছাত্রীর চিকিৎসায় ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনায় মাদরাসাটির অধ্যক্ষ মাওলানা সিরাজউদ্দৌলাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.