কুইন্স কমিউনিটি বোর্ডে আরো ৯ বাংলাদেশি

341

নিউইয়র্ক থেকে: নিউইয়র্ক সিটির কুইন্স বরো প্রেসিডেন্ট কর্তৃক ২০১৯-২০২১ মেয়াদের জন্যে বিভিন্ন কমিউনিটি বোর্ডে ৩৪৫ জনকে মনোনয়ন দেয়া হয়েছে। এরমধ্যে ৭৭ জন হলেন একেবারেই নতুন। বেশ ক’জন বাংলাদেশিও রয়েছেন এ তালিকায়।

মার্কিন রাজনীতিতে উত্থানের ক্ষেত্রে এটি হচ্ছে অন্যতম অবলম্বন। তৃণমূলের মানুষের সাথে কাজের সুযোগ সৃষ্টি করে কমিউনিটি বোর্ড অর্থাৎ এ দায়িত্বে যারা সঠিকভাবে মনোনিবেশ করেন তারাই অনেক ওপরে উঠতে সক্ষম হয়েছেন। বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজের অফিস থেকে ৪ এপ্রিল প্রাপ্ত তথ্য অনুযায়ী বিভিন্ন কমিউনিটি বোর্ডে বাংলাদেশিদের মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী এবং আব্দুর রহিম হাওলাদার (কমিউনিটি বোর্ড-৩), জুয়েল চৌধুরী এবং বদরুন্নাহার খান মিতা (কমিউনিটি বোর্ড-২), রুবি মোহাম্মদ (কমিউনিটি বোর্ড-৪), বেলাল সেলিম (কমিউনিটি বোর্ড-৭), মোহাম্মদ রহমান (কমিউনিটি বোর্ড-৮), এনওয়াই ইন্স্যুরেন্সের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহ নেওয়াজ এবং মোহাম্মদ আলী (কমিউনিটি বোর্ড-১২)। এছাড়া আরো অন্তত: ৯ জন আগে থেকেই এ দায়িত্বে রয়েছেন। তাদের অন্যতম নার্গিস আহমেদ, নাঈমা সুলতানা, নূরল হক, ওসমান চৌধুরী, সৈয়দ ইলিয়াস খসরু,  মিজান চৌধুরী প্রমুখ।  

নবনিযুক্ত কমিউনিটি বোর্ড মেম্বারদের সম্মানে ৪ এপ্রিল সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করেন কুইন্স ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নি মঈন চৌধুরী। 

কমিউনিটি লিডার ফাহাদ সোলায়মানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এটর্নি মঈন বলেন, মার্কিন রাজনীতি ও প্রশাসনে জোরালোভাবে সম্পৃক্ততার বিকল্প নেই। এক্ষেত্রে কমিউনিটি বোর্ড হচ্ছে সিড়ি। এই বোর্ডে যারা ভালোভাবে কাজ করবেন তাদেরই ভাগ্য প্রসন্ন হবে সিটি কাউন্সিল, স্টেট এ্যাসেম্বলী, স্টেট সিনেটরের পথ ধরে কংগ্রেসে যাবার। সবচেয়ে বড় কথা হলো কমিউনিটির সেবা করার ক্ষেত্রে এটি অন্যতম একটি অবলম্বন। যারা এ দায়িত্ব পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং প্রবাসীদের স্বার্থে নিষ্ঠার সাথে তারা কাজ করবেন বলে আশা করছি। 

বোর্ড মেম্বারদের কমিউনিটির পথিকৃত হিসেবে অভিহিত করে আরো বক্তব্য রাখেন ডেমক্র্যাটিক পার্টির সংগঠক ও বাংলাদেশ সোসাইটির সাবেক সেক্রেটারি ফখরুল আলম, ডা: ওয়াজেদ এ খান, লুৎফর রহমান লাতু, আসেফ বারী টুটুল, আহসান হাবীব, মাহফুজুর রহমান, আবু তাহের, জয় চৌধুরী, হাকিকুল ইসলাম খোকন, খন্দকার ফরহাদ, নুরুল হাসান। 

Leave A Reply

Your email address will not be published.