বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠান করতে অনুমোদন লাগবে

290

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে কোনও প্রতিষ্ঠানের নামকরণের ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন গ্রহণ করতে হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে রবিবার (৭ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার (৬ এপ্রিল) ট্রাস্টের এক সভায় সিদ্ধান্ত হয় যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর যে কোনও ধরনের নাটক নির্মাণ, লেখালেখি এবং ক্রীড়ানুষ্ঠান বা টুর্নামেন্ট আয়োজনের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কোনও অনুমোদন লাগবে না।

ট্রাস্টের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সভায় সভাপতিত্ব করেন।

Leave A Reply

Your email address will not be published.