প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ’র নবনির্বাচিত প্রথম নারী সভাপতির সাক্ষাৎ

387

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র প্রথম নারী সভাপতি রুবানা হক। রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে এ সাক্ষাৎ করেন এবং শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। 

এর আগে, শনিবার বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত ফোরাম প্যানেল।এই প্যানেলের ২৬ জন প্রার্থীর সবাই বিজয়ী হন। নির্বাচিতরা আগামী দুই বছরের জন্য বিজিএমইএ’র নেতৃত্ব দেবেন। 

Leave A Reply

Your email address will not be published.