অবশেষে শপথ নিলেন মোকাব্বির খান
ঢাকা: সিলেট-২ আসন থেকে একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি মোকাব্বির খান সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে আজ দুপুর ১২টায় স্পিকার ড. শিরীন শারমিনের কাছে শপথ বাক্য পাঠ করেন গণফোরামের এ নেতা।
স্পিকারের সংসদ কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান হয়। মোকাব্বির খানের শপথের বিষয়ে নিশ্চিত করেন স্পিকারের একান্ত সচিব এমএ কামাল বিল্লাহ।
এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নিয়েছিলেন গণফোরামের আরেক নেতা সুলতান মোহাম্মদ মনসুর। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
এর মধ্যে দিয়ে একাদশ সংসদের ২৯৪ জন সদস্য শপথ গ্রহণ সম্পন্ন করলেন। বাকি শুধু বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য শপথের বাইরে রইলেন।