কারাবন্দি ফিলিস্তিনিদের জন্য জুমার নামাজে নিষেধাজ্ঞা ইসরায়েলের

353

আর্ন্তজাতিক ডেস্ক: ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের শুক্রবার জুমার নামাজ পড়া নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

শনিবার ইসরায়েলের এমন ঘোষণার খবর গণমাধ্যমে আসে। এতে বলা হয়, ইসরাইলের বিভিন্ন কারাগারে আটক বন্দিরা যেন শুক্রবার নামাজ আদায় করতে না পারে সেজন্যে সবরকম ব্যবস্থা নেওয়া হবে।তবে কী কারণে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো, এ বিষয়ে কোনো তথ্য দেয়নি দেশটির প্রশাসন।

এর আগেও এমন সিদ্ধান্ত নিয়েছিল ইসরায়েল। ফিলিস্তিনের সরকারি সূত্রে জানা যায়, বর্তমানে ইসরায়েলের কারাগারে ৫ হাজার ৭শ’ ফিলিস্তিনি বন্দি রয়েছে। এর মধ্যে ২৫০ জন শিশু।

Leave A Reply

Your email address will not be published.