জাতীয় শিল্প মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢাকা: প্রথম জাতীয় শিল্প মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশীয় শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও সেবা স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের লক্ষ্যে দেশে সাত দিনব্যাপী প্রথম জাতীয় শিল্প মেলার আয়োজন করছে শিল্প মন্ত্রণালয়।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ রোববার সকাল ১০টায় এই মেলার উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রা যেন ব্যহত না হয় সেদিকে ব্যবসায়ীদের খেয়াল রাখতে হবে। শিল্পায়নের পাশাপাশি খাদ্যপণ্য উৎপাদন অব্যাহত রাখতে হবে।
মেলায় সারাদেশ থেকে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো, কুটির, হস্ত ও কারু এবং হাইটেকসহ মোট ৩০০টি উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নেবে। তারা ৩০০টি স্টলে নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবে।
উদ্যোক্তাদের মধ্যে ১১৬ জন নারী এবং ১০৭ জন পুরুষ রয়েছেন। অর্থাৎ মেলায় ৫২ শতাংশ নারী উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। কোনো বিদেশি পণ্য এ মেলায় প্রদর্শন কিংবা বিক্রয় করা হবে না।
৩১ মার্চ শুরু হওয়া এ মেলা চলবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় কোনও প্রবেশ মূল্য নেই।