চোরাচালান ও অর্থপাচার বন্ধে বৈঠকে বসেছে বাংলাদেশ-ভারত

324

ঢাকা: চোরাচালান ও অর্থপাচার বন্ধে বাংলাদেশ এবং ভারতের শুল্ক গোয়েন্দা সংস্থার মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠক ঢাকায় শুরু হয়েছে। প্রথমবারের মতো এবারই এ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে।

রবিবার (৩১ মার্চ) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) ১৩জন প্রতিনিধি অংশ নিয়েছেন; যার নেতৃত্ব দিচ্ছেন শুল্ক গোয়েন্দার ডিজি ড. শহীদুল ইসলাম। আর ভারতের ডিরেক্টর অব রেভিন্যু ইন্টেলিজেন্সের (ডিআরআই) মুখ্য পরিচালক দেবী প্রসাদ দাসের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে যোগ দিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.