রকেট হামলার জবাব দিতে প্রস্তুত ইসরাইল

259

আর্ন্তজাতিক ডেস্ক: ইসরায়েলে রকেট হামলায় সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় রবিবার ওয়াশিংটনে এক সংক্ষিপ্ত সফর করেছেন নেতানিয়াহু। এদিকে, ইসরায়েলে আগামী ৯ এপ্রিল ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

নেতানিয়াহু বলেন, আমি কয়েক ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করব এবং এর পরপরই আমি ইসরায়েলে ফিরে আসব অপারেশন পরিচালনার জন্য। তিনি বলেন, দ্রুতই এ হামলার জবাব দেয়া হবে।সোমবার সকালে উত্তর তেল-আবিবে হামলার ঘটনায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে- এটি হামাস জঙ্গিগোষ্ঠী হামলা চালিয়েছে। গত সপ্তাহের শেষের দিকে গোলান মালভূমি ইসরায়েল অধিগ্রহণ করার পরই দেশটিতে এ হামলা চালানো হয়।

ইসরায়েলি পুলিশ জানায়, ধ্বংস হওয়া বাড়ি থেকে হামলকারীদের অবস্থান ২০ কিলেমিটার দূরে।

নেতানিয়াহু বলেন, হামলার ঘটনায় আমি আমার যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করেছি। তিনি এটি ‘গুরুতর হামলা’ বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, ইসরায়েল দ্রুত এ হামলার জবাব দেবে।

এদিকে, হামলার পর থেকে গাজার সঙ্গে পণ্য পরিবহন ও লোকজনের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে

ইসরায়েলি সংস্থা জানায়, এ হামলায় একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আহতদের মধ্যে একজন ছয় মাস বয়সী শিশু এবং তাদের ছয়জন একই পরিবারের সদস্য ছিলেন।

গত বৃহস্পতিবার ট্রাম্প গোলান মালভূমিকে ইসরায়েলের বলে ঘোষণা দেন। এর পরেই ইসরায়েলে এ হামলা চালানো হলো। 

Leave A Reply

Your email address will not be published.