সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি চলছে

420

নিউজ ডেস্ক: সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি চলছে। বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টার দিকে সার্জারি শুরু হয়।   

সার্জারি করছেন ডা. ফিলিপ কোহ’র নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি।সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য নিশ্চিত করেছেন।

সফল অস্ত্রোপচারের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

মঙ্গলবার এক বিবৃতিতে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির সময় নির্ধারণের তথ্যটি নিশ্চিত করেছিলেন সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক এবং  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী।

ওই সময় তিনি জানান, মন্ত্রীর রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

গত ৩ মার্চ হৃদরোগ আক্রান্ত হন ওবায়দুল কাদের। ওই দিনই ঢাকায় বিএসএমএমইউতে তাৎক্ষণিক ও জরুরি চিকিৎসার অংশ হিসেবে তার হৃদযন্ত্রে একটি রিং বা করোনারি স্ট্যান্ট পরানো হয়। পরদিন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেয়া হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।

Leave A Reply

Your email address will not be published.