ছুরি-কাঁটাচামচ নিয়ে নরওয়ের স্কুলে হামলা, আহত ৪

388

আর্ন্তজাতিক ডেস্ক: নরওয়ের রাজধানী অসলোর ব্রিনসেং স্কুলে এক ছাত্রের ছুরিকাঘাতে শিক্ষকসহ চারজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে হামলাকারী স্কুলের রান্নাঘর থেকে ছুরি ও কাঁটাচামচ দিয়ে শিক্ষকসহ স্কুলের কর্মকর্তাদের ওপর এ হামলা চালায়। এ ঘটনায় ওই ছাত্রকে আটক করেছে পুলিশ। খবর ইন্ডিপেন্ডেন্ট’র।

হামলার পর স্থানীয় সময় আনুমানিক সকাল সাড়ে আটটায় পুলিশ এ খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।উল্লেখ্য, গত শুক্রবার নিউজিল্যান্ডের দুটি মসজিদে বন্দুকধারীর হামলায় অর্ধশত মুসল্লি নিহত হওয়ার পর লন্ডনেও হামলার খবর পাওয়া যায়। পরে অস্ট্রেলিয়ার একটি মসজিদে গাড়ি হামলার চেষ্টা করে দুর্বৃত্তরা। সোমবার নেদারল্যন্ডসের ইউট্রেখট শহরে ট্রামের ভেতর হামলায় তিনজন নিহত ও নয়জন আহত হয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.