নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলায় আহত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক

350

আর্ন্তজাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় আহত ৩২ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। 

মঙ্গলবার এ তথ্য জানায় দেশটির স্বাস্থ্য দফতর।ওই সন্ত্রাসী হামলায় আহত সবাই ক্রাইস্টচার্চের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানানো হয়।

এছাড়া গুরুতর আহতদের মধ্যে চার বছরের এক শিশুর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ও তার বাবাকে অকল্যান্ডের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানানো হয়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্রাইস্টচার্চে হামলার ভিডিও শেয়ারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। নিষিদ্ধ করা ভিডিও ছড়ানোর দায়ে ১০ হাজার ডলার জরিমানার পাশাপাশি ১৪ বছর কারাদণ্ড দেওয়ার কথা জানান দেশটির প্রাইভেসি কমিশনার জন এডওয়ার্ডস। একইসঙ্গে শুক্রবারের হামলার ভিডিওটি শেয়ারকারীদের নাম ও তথ্য দিতেও ফেসবুক কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.