ভেনেজুয়েলা থেকে কূটনীতিকদের ফিরিয়ে নেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের!

344

আর্ন্তজাতিক ডেস্ক: রাজনৈতিক সংকটের কারণে যুক্তরাষ্ট্র নিজেদের কূটনীতিকদের দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা থেকে ফিরিয়ে নিচ্ছে। আজ মঙ্গলবার এ  ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। 

ভেনেজুয়েলায় বর্তমানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও বিরোধীদলের হুয়ান গুইদোর মধ্যে আন্দোলন চলছে। গত ২৩ জানুয়ারি গুইদো নিজেকে ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ হিসেবে ঘোষণা দিলে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ প্রায় ৫০টি দেশ তাকে সমর্থন করে। অন্যদিকে রাশিয়া, চীনসহ কিছু দেশ এখনও পর্যন্ত মাদুরোর পাশেই রয়েছে। এদিকে, আজ যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ঘোষণায় বলা হয়েছে, ভেনেজুয়েলায় চলমান ‘সংকটের’ কারণে দেশটি থেকে যুক্তরাষ্ট্রের সব কূটনীতককে ফিরিয়ে নেওয়া হবে। সেদেশের দূতাবাসে মার্কিন কর্মকর্তা থাকলে তা মার্কিন নীতির প্রতিবন্ধকতা হিসেবেও বলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.