সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা ভারতের

387

আর্ন্তজাতিক ডেস্ক: পুলওয়ামায় জঙ্গি হামলায় ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকে পাকিস্তানের সাথে দেশটির উত্তেজনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে হামলার জন্য পাকিস্তানি সংগঠন ‘জইশ-ই-মহম্মদ’কে দায়ী করে দেশটির (পাকিস্তান) বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে, হামলা চালালে ছেড়ে কথা বলবে না বলেও জানিয়ে দিয়েছে পাকিস্তান।

এসবের মাঝেই ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, সীমান্ত পেরিয়ে পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ১২ টি যুদ্ধ বিমান এই অপারেশনে অংশ নেয়। মোট ১ হাজার কেজি বোমা ফেলে সন্ত্রাসবাদীদের ক্যাম্প গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভারতীয় সেনাদের এ হামলা শতভাগ সফল হয়েছে বলেও খবরে জানানো হয়েছে।

এদিকে সংবাদ সংস্থা এএনআই জানায়, সোমবার রাত ৩টা নাগাদ এ হামলা চালায় ভারতীয় সেনা। এ হামলার কথা এক প্রকার স্বীকার করেছে পাকিস্তানের সেনা প্রধান। তিনি বলেন, ‘পাক আকাশে ভারতীয় যুদ্ধবিমান প্রবেশ করেছে।’

ভারতীয় সংবাদ মাধ্যম আরো জানায়, ভারত সরকারের পক্ষ থেকে আজ এ হামলা সম্পর্কে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে এ হামলার বিস্তারিত জানানো হবে দেয়া হবে। 

Leave A Reply

Your email address will not be published.