নির্বাচনে অযোগ্য হলেন থাই রাজকন্যা

287

আর্ন্তজাতিক ডেস্ক: থাইল্যান্ডে আগামী মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে থাই রাজা মহা ভাজিরালংকর্ন-এর বোন উবলরত্ন রাজকন্যা সিরিভাদানা বারনাভাদিকে সোমবার প্রধানমন্ত্রিত্বের লড়াইয়ে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

গত শুক্রবার উবলরত্না রাজকন্যা সিরিবধনা আগামী ২৪ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে থাই রাকসা চার্ট পার্টি থেকে প্রধানমন্ত্রী পদে লড়াইয়ের ঘোষণা দেন। এর পরপরই তার ভাই ও থাই রাজা মহা ভাজিরালংকর্ন এক বিবৃতিতে বলেন, রাজপরিবারের উচ্চপর্যায়ের কোনো সদস্যের নির্বাচনে অংশগ্রহণ সংবিধান পরিপন্থী।

নির্বাচন কমিশনের এক বিবৃতিতে বলা হয়, ‘ইসি আজ উবলরত্না রাজকন্যা সিরিবধনাকে বাদ দিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। কারণ, রাজপরিবারের সকল সদস্য রাজনীতির উর্ধ্বে।’

Leave A Reply

Your email address will not be published.