মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে মিলান লম্বারদিয়া আওয়ামী লীগ ইতালী

346

ইতালী: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কমিউনিটির সকলের অংশ গ্রহনে পালন করবে মিলান লম্বারদিয়া আওয়ামী লীগ ইতালী। গত রবিবার সন্ধ্যায় লম্বারদিয়া আওয়ামী লীগ এর এক মতবিনিময় সভায় সাংবাদিকদের জানান নেতারা।সভায় বিএনপি জামাতের যেকনো কর্মকান্ডে যদি মিলান লম্বারদিয়া আওয়ামী নেতা কর্মীদের কোনো প্রকার সম্পৃক্ততা পাওয়া যায় তবে কঠোর ব্যবস্থা নেবার হুশিয়ারী দেন লোম্বার্দিয়া আওয়ামী লীগের নেতারা।এছাড়া বিগত দিনের জির্ণতা ভুলে আগামী ২১ ফেব্রুয়ারী মহান মাতৃ ভাষা দিবসের কর্মসূচীকে সফল করে জননেত্রী প্রধান মন্ত্রীর হাত কে আরো শক্তিশালী করার আহবান জানান।

এছাড়া আগামী ১৪ ফেব্রুয়ারী প্রধান মন্ত্রীর জার্মান সফর সফল করতেও নেতা কর্মীদের প্রতি আহবান জানানো হয়। মহান মাতৃভাষা দিবসে করনীয় এ সভায় সভাপতির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা,বীর শহীদদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক নাজমুল কবির জামান,আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন,খোরশেদ আলম,আবু আলম, হানিফ শিপন,জামিল আহমেদ,চঞ্চল রহমান,মঞ্জুরুল ইসলাম সাগর,হাজি শাহালম,তুহিন মাহমুদ,মামুন হাওলাদার, রিয়াজুল ইসলাম কাওছার, আব্দুল বাসিত দলই,ফারুক আহমেদ, রুহুল আমিন রাহুল,ইউনুস মোড়ল , সরোয়ার হোসেন সহ আরো অনেকে।

মিলান সেন্ট্রাল ষ্টেশনের সামনে পিয়াচ্ছা দ্যা দুকাওয়াস্তায় সকাল ৯টা থেকে একুশের প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবকের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবার কথা জানান নেত্রীবৃন্দ। ২১শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরের অনুষ্ঠানে অংশ নিতে মিলান লম্বার্দিয়া আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সহ মিলান লম্বার্দিয়ার সকল সামাজিক,সাংস্কৃতিক,ব্যবসায়ী এবং আঞ্চলিক সমিতির নেত্রীবৃন্দ সহ সর্ব স্তরের প্রবাসী ভাইবোনদের কে অংশ নেবার আহবান জানানো হয়েছে সভা থেকে। মাতৃভাষা দিবসে করনী এই সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন,মিলান বাঙলা প্রেস ক্লাব ইতালীর সাংবাদিক বৃন্দ এবং মিলান কমিউনিটির সর্ব স্তরের প্রবাসীরা।

Leave A Reply

Your email address will not be published.