জার্মানিতে ভবনে আগুন, নিহত ৫

313

আর্ন্তজাতিক ডেস্ক: পশ্চিম জার্মানিতে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দেশটির কায়সারস্লাউটার্ন শহরের নিকটবর্তী উপ শহর লামব্রেচটের একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মরদেহ ময়নাতদন্ত করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।এ ব্যাপারে দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, ঘটনাটি টেকনিক্যাল ডিফেক্ট বা অবহেলার কারণেই হয়ে থাকতে পারে। এছাড়া কোনো ষড়যন্ত্রও হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছেন তারা।

দেশটির পুলিশ ও প্রসিকিউটর জানিয়েছেন, রাতে ভবনটির উপরের তলায় আগুন জ্বলতে দেখা যায়।

Leave A Reply

Your email address will not be published.