ডাকাতির কথা স্বীকার অভিজাত ব্রিটিশ সেনাদের

346

আর্ন্তজাতিক ডেস্ক: ব্রিটেনের রানীর জন্য বিভিন্ন অনুষ্ঠান উদযাপনের দায়িত্বে নিয়োজিত বিশেষ বাহিনীর দুই সদস্য ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, ডিলন শার্প (২২) এবং এলনার ব্রেসগার্ডল (২০) অভিজাত গ্রেনেডিয়ার গার্ডসের সদস্য।গত ১০ জানুয়ারি তারা ব্রিক্সটনের একটি দোকানে ডাকাতি করার কথা স্বীকার করেছেন।

ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল জানায়, এলনার ও ডিলন সংবাদপত্র বিক্রেতা এবং মদের দোকানে ডাকাতি করতেন। দক্ষিণ লন্ডনের ব্রিক্সটন, স্ট্রিটহ্যাম, টালস হিল এবং ওয়েস্ট নরউড এলাকার দোকানগুলো ছিল তাদের টার্গেট।

অন্যদিকে শার্প ও জেমস মেরিল (১৯) নামের দুই সৈন্য মিলিতভাবে একাধিক অপরাধের দায় অস্বীকার করেছেন।

মেরিল ও শার্প তিনটি ডাকাতি, তিনটি ডাকাতির চেষ্টা ও নকল অস্ত্র রাখার সাতটি অভিযোগ অস্বীকার করেছেন বলে খবরে বলা হয়েছে। এই তিন সৈন্য ফার্স্ট ব্যাটেলিয়ন গ্রেনেডিয়ার গার্ডসের সদস্য।

এই রেজিমেন্টের সৈন্যরা তাদের লাল রঙের উর্দি ও ভালুকের চামড়া পরিচ্ছদের জন্য সুপরিচিত। বিভিন্ন অনুষ্ঠানে বাকিংহাম প্যালেস ও উইন্ডসর ক্যাসেলে আনুষ্ঠানিক দায়িত্ব পালন করে। ১ জুলাই তাদের বিচার শুরু হবে।

Leave A Reply

Your email address will not be published.