ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলার আরও ১৩ বছরের দণ্ড

385

আর্ন্তজাতিক ডেস্ক: ব্যাপকহারে দুর্নীতির অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভাকে আরও ১২ বছর ১১ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।  ব্রাজিলের একটি আদালত এ রায় দিয়েছে।  

৭৩ বছর বয়সী দেশটির সাবেক এই প্রেসিডেন্ট তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন। এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থী হওয়া ঠেকাতেই এগুলো সাজানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।লুলার আইনজীবী জানিয়েছেন, নতুন এই দণ্ডের বিরুদ্ধে আপিল করা হবে।

জানা গেছে, একটি কোম্পানিকে কাজ পাইয়ে দেয়ার জন্য ব্যাপকহারে দুর্নীতি করেছিলেন বলে অভিযুক্ত হয়েছেন লুলা। অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে প্রায় ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, সাবেক এই প্রেসিডেন্ট সম্পদ সংক্রান্ত মামলায় ইতোমধ্যে ১২ বছরের কারাদণ্ড ভোগ করছেন। লাতিন আমেরিকার প্রভাবশালী এই বামপন্থী নেতা ও সাবেক ট্রেড ইউনিয়ন কর্মী ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.