ব্রিটিশ রাজবধূদের নিয়ে কটূক্তি, অতঃপর…

294

আর্ন্তজাতিক ডেস্ক: বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ও মেগান মার্কেলকে নিয়ে বিভিন্ন কটূক্তি ও নানা ধরনের  আপত্তিকর মন্তব্য দেখা যাচ্ছে। পরিস্থিতি সামলাতে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে ব্রিটিশ রাজপরিবার।

রাজবধূদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বহু পোস্ট ও মন্তব্যে অশ্লীলতা ও কটূক্তি নজরে এসেছে ব্রিটিশ রাজপরিবার। ফলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে রাজপরিবার। ইনস্টাগ্রাম ও টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা রাজবধূদের কটূক্তির ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে।এরই মধ্যে প্রিন্স উইলিয়াম ও কেট এবং প্রিন্স হ্যারি ও মেগানের দফতরের তত্ত্বাবধানকারী কেনসিংটন প্যালেস কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য ইনস্টাগ্রাম ও টুইটার কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে।

Leave A Reply

Your email address will not be published.