পুতিন ঘনিষ্ঠ প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা উঠল
আর্ন্তজাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিন ব্যক্তির প্রতিষ্ঠান থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিষেধাজ্ঞা তুলে নেয়া ওই তিন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন পুতিনের ঘনিষ্ঠজন ওলিগারচ ওলেগ দেরিপাসকার।
যুক্তরাষ্ট্রের অ্যালুমিনিয়াম উৎপাদন শিল্পের জায়ান্ট প্রতিষ্ঠান রাসাল, এন+ গ্রুপ ও জেএসসি ইউরোসিবএনারগোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এগুলো দেরিপাসকার নিয়ন্ত্রণে ছিল।
তবে দেরিপাসকা মার্কিন নির্বাচনে রাশিয়ার আঁতাতের সঙ্গে যুক্ত বলে অভিযোগ তুলে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখার পক্ষে ছিলেন। বিবিসি।