বুধবার থেকে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

369

ঢাকা: একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বুধবার শুরু হবে। ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের মাত্র ৩১ দিনের মধ্যে এ অধিবেশন শুরু হতে যাচ্ছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৯ জানুয়ারি এ অধিবেশন আহ্বান করেন।

এটি নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন, যা ওইদিন বিকাল ৩টায় শুরু হবে।

সোমবার (২৮ জানুয়ারি) দশম জাতীয় সংসদের পাঁচ বছরের মেয়াদ শেষ হয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর একই বছর ২৯ জানুয়ারি জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল।

এদিকে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে এবং রাষ্ট্রপতি তাদের শপথ বাক্য পাঠ করাবেন।

এদিকে রংপুরে নির্বাচনী প্রচারণার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীকে পুনরায় নির্বাচিত করার ইঙ্গিত দেন। তবে ডেপুটি স্পিকার কে হবেন তা এখনো স্পষ্ট নয়। সূত্র : ইউএনবি

Leave A Reply

Your email address will not be published.