দুই এমপির সংসদে যাওয়ার খবর ‘ভিত্তিহীন’ : গণফোরাম

376

ঢাকা: ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের ঐক্য সুদৃঢ় ও অটুট আছে দাবি করে গণফোরাম বলছে, তাদের নির্বাচিত দুই এমপির সংসদে যোগ দেয়ার খবর ‘অসত্য ও ভিত্তিহীন’।

সোমবার এক বিবৃতিতে গণফোরাম মহাসচিব মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। এ জোটের ঐক্য সুদৃঢ় ও অটুট আছে।’

গণফোরামের নির্বাচিত দুই এমপি একাদশ জাতীয় সংসদে যোগ দেবেন গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশ হওয়ার পর দলটির পক্ষ থেকে এ বিবৃতি দেয়া হলো।

মন্টু বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের এমপির সংসদে যোগ দেয়া নিয়ে কিছু গণমাধ্যম ‘মিথ্য ও ভিত্তিহীন’ খবর প্রকাশ করেছে। ‘গণফোরাম সংসদে যোগ দেয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি। ঐক্যফ্রন্টের নির্বাচিত এমপিদের শপথ না নেয়ার সিদ্ধান্তে জোট অটল রয়েছে,’ যোগ করেন তিনি।

এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি এবং ঐক্যফ্রন্টের সবাই একতাবদ্ধ রয়েছে।

তিনি বলেন, ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা এক সাথে বসে যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবে। ‘ঐক্যফ্রন্টের কোনো এমপি শপথ নিচ্ছে কিনা এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’

Leave A Reply

Your email address will not be published.